সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে ৮ পুলিশকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন সন্ত্রাসী বিকাশ দুবে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা গেছে, উত্তর প্রদেশ পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরে যাওয়ার পথে শুক্রবার ভোরের দিকে কনভয়ের একটি গাড়ি উলটে যায়। সেই সময় এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। এ সময় তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু সে গুলি চালাতে থাকলে এক পর্যায় পুলিশও গুলি চালায়। এতে আহত হয় বিকাশ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
কানপুরের আইজি মোহিত আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পথ দুর্ঘটনার পর পালানোর সময় এনকাউন্টারে বিকাশের মৃত্যু হয়েছে।
গেল ৩ জুলাই বিকাশ এবং তার দলবলের গুলিতে উত্তর প্রদেশে আটজন পুলিশের মৃত্যু হয়েছিল। এরপর থেকে হন্যে হয়ে তাকে খুঁজতে নামে ভারতীয় পুলিশের ৪০ টি দল। গত মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেল থেকে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই পালিয়ে যায় বিকাশ। পুলিশের সাথে গোলাগুলির সাতদিন পর মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাওয়ার পথে ধরা পড়ে বিকাশ। ট্রানজিট রিমান্ডে তাকে কানপুরে আনা হচ্ছিল।
আনন্দবাজার/এইচ এস কে

