ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরান-চীন চুক্তি দুই দেশেরই স্বার্থ রক্ষা করবে

ইরান এবং চীনের মধ্যকার সম্ভাব্য ২৫ বছরের চুক্তির মধ্যদিয়ে দুই দেশের কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অফ স্টাফ মাহমুদ ওয়ায়েজি।

মাহমুদ ওয়ায়েজি জানান, ইরানের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্ত দুর্ভাগ্যজনকভাবে সেই উদ্যোগের বিপক্ষে ইরানের বাইরে থেকে ধ্বংসাত্মক অপপ্রচার চালানোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। চীনের সাথে ভবিষ্যৎ কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি রোডম্যাপ তৈরির চেষ্টা চলছে যা বর্তমান কূটনৈতিক চর্চার মধ্যে একেবারেই সাধারণ একটা ব্যাপার।

ইরানের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন চীনের সাথে সম্ভাব্য চুক্তির বিপক্ষে নানা বক্তব্য দিচ্ছেন তখন ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের চিফ অফ স্টাফ এসব কথা জানান। সম্ভাব্য চুক্তির বিরোধিতাকারীরা বলছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসন যে চুক্তি করতে যাচ্ছে তা ভবিষ্যতে ইরানের জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন