আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ২৯ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
শেয়ার বাজার সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৬১ পয়েন্টে ও ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
সারাদিন লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০৩টির, দর কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তীত আছে ২০১টির।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৬ কোটি ৪১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অপর শেয়ারবাজার সিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মাঝে ৫৬টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ২৭টির। আর ১১০টির দর অপরিবর্তিত আছে।
আনন্দবাজার/এফআইবি