ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েই চলছে আলুর দাম

এক মাসেরও বেশি সময় ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে গোল আলু। এবার নতুন করে আরও দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে ৩০ শতাংশের ওপরে এবং বছরের ব্যবধানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে গোল আলুর দাম। এখন কোনো কোনো বাজারে ৩৭ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গোল আলু।
এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, গোল আলুর চাহিদা থাকে সারা বছর। কিন্তু বছরব্যাপী এর চাষ হয় না। এখন গোল আলু চাষিদের কাছে নেই। বড় বড় ব্যবসায়ী ও মজুতদারদের কাছে চলে গেছে। এখন ব্যবসায়ী ও মজুতদারদের ওপরই গোল আলুর দাম নির্ভর করছে। তারা চাইলেই বাজারে আলুর সংকট তৈরি করতে পারেন। আলুর চাহিদা অনুযায়ী সরবরাহ কম। সেকারণে দাম বাড়ছে।
জানা যায়, এখন বাজার ও মানভেদে গোল আলুর কেজি ৩০ থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও যা ছিল ২৭ থেকে ৩০ টাকা কেজি। আর রোজার ঈদের আগে গোল আলু ১৮ থেকে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল।
এ ব্যাপারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, খুচরা পর্যায়ে গোল আলুর কেজি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। এর মাধ্যমে এক সপ্তাহে গোল আলুর দাম বেড়েছে ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। আর মাসের ব্যবধানে ৩০ শতাংশ এবং বছরের ব্যবধানে ৪৪ দশমিক ৪৪ শতাংশ দাম বেড়েছে।
একজন গোল আলু ব্যবসায়ী বলেন, সারা বছর গোল আলুর চাহিদা থাকে। কিন্তু চাষ সারা বছর হয় না। যে কারণে বাজারে ভরপুর নতুন আলু থাকলে
দাম কম থাকে। এরপর আস্তে আস্তে আলু মজুতের দিকে চলে গেলে আলুর দাম বেড়ে যায়। তবে অন্য বছরের তুলনায় এবার আলুর দাম তাড়াতাড়ি বেড়েছে এবং দাম বৃদ্ধির হার বেশি।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন