জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছে পূরণ করা হচ্ছে। তার ইচ্ছে অনুযায়ী, মায়ের পাশে তাকে সমাহিত করা হচ্ছে। তবে কখন সমাহিত করা হবে সেটা এখনো ঠিক করা হয়নি।
সোমবার (৬ জুলাই) এন্ড্রু কিশোরের মৃত্যুর পরই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস।
তিনি বলেন, বর্তমানে শিল্পীর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল সব আনুষ্ঠানিকতা শেষ করে তাকে তার মায়ের পাশে সমাহিত করা হবে।
মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন তার মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছাই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কখন সমাহিত করা হবে তা এখনো ঠিক করা হয়নি। বলেও জানান তিনি।
ব্লাড ক্যানসার নিয়ে গত বছরের অক্টোবর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। পরেরদিন তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসা হয়। এরপর থেকে রাজশাহীর একটি ক্লিনিকের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। সোমবার (০৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। পরে রাজশাহীর একটি হাসপাতালের মর্গে তার লাশ রাখা হয়।
আনন্দবাজার/তা.তা