সম্প্রতি করোনায় শনাক্ত রোগীর সংখ্যায় রাশিয়াকে ছাড়িয়ে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। গত রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজার ২৪৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানানোর পর দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ছয় লাখ ৯৭ হাজার ৪১৩ জন।
করোনা রোগীর নতুন এ সংখ্যা নিয়ে ভারত বিশ্বের সবচেয়ে সংক্রমিত দেশগুলোর তৃতীয়তে অবস্থান করছে। ছয় লাখ ৮০ হাজার ২৮৩ করোনা শনাক্তে আক্রান্ত নিয়ে চারে নেমে যায় রাশিয়া।
ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্স, ইতালি, স্পেন, ব্রিটেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে বেশ কিছু দিন চতুর্থ স্থানে ছিল ভারত, কিন্তু সাম্প্রতিক সময়ে দ্রুত গতিতে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রাশিয়াকেও ছাড়িয়ে গেল।
জানা গেছে, ৩০ জানুয়ারি কেরালায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর ভারতে ১১০ দিনে এক লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। মার্চের শেষে ভারতজুড়ে দেওয়া কঠোর লকডাউনের কারণে দেশটিতে মে মাসের মাঝ পর্যন্ত জনসংখ্যা অনুপাতে রোগী ছিল সামান্যই। কিন্তু লকডাউন শিথিলের পর থেকে পরিস্থিতি পুরো পাল্টে যায়।
আনন্দবাজার/এইচ এস কে