ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় চলছে সূচকের লেনদেনে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মিশ্র প্রবণতায়  চলছে সূচকের লেনদেন।

আজ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সেই সাথে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে মূল্য বেড়েছে ৩৪টির, কমেছে ২৭টির এবং অপরির্বতিত রয়েছে ১১৫টি কম্পানির শেয়ারের দর।

জানা গেছে, ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখীতায় ছিল। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক পূর্বের অবস্থান থেকে ১ পয়েন্ট কমে যায়। এর ফলে সূচকের গতি কিছুটা নিম্নমুখী হয়।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট কমে ১১ হাজার ৩০১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময় ছয়টি কম্পানির মূল্য বেড়েছে, কমেছে ছয়টির দর। আর ১৪টি কম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন