ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে সরকারের শর্ত আরোপ

দেশের ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের ওপর শর্ত আরোপ করবে যাচ্ছে সরকার। উপজেলা পর্যায়ে যারা ব্রডব্যান্ড সেবা দিচ্ছে, তাদেরকে ইউনিয়ন পর্যায়ে সেবা বিস্ততৃ করার শর্ত আসছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ইউনিয়নে ব্রডব্যান্ড সংযোগ বাধ্যতামূলক করতে এ শর্ত আরোপ করা হবে এবং খুব শিগগিরই আইএসপিদের জন্য এই শর্ত আরোপ করা হবে।

তিনি আরও বলেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত শহর ও নগর কেন্দ্রীক আছে। মহামারীকালে ভার্চুয়াল যোগাযোগের জন্য ইন্টারনেটে মানুষের নির্ভরতা অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গ্রামগুলোতেও ইন্টারনেট চাহিদা অনেক বেড়েছে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে উচ্চগতির এ সংযোগ নিশ্চিত করা হয় তাহলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ক্ষমতায়ন সহজ হবে।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাথে আলোচনা করে শিগগিরই এই শর্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন