প্রায় ৯ মাস পর সিঙ্গাপুর চিকিৎসাধীন ছিলেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে আসেন তিনি। বর্তমানে রাজশাহীতে আছন তিনি। তবে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন তিনি। কারো সাথে কথা বলতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন শফিকুল ইসলাম বাবুল।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ১১ জুন রাতে ঢাকায় আসেন তিনি। কয়েকদিন ছিলেন মিরপুরের বাসায়। তারপর তিনি রাজশাহী চলে যান তিনি। তবে দেশে ফেরার কথাটি জানাননি কাউকে।
এ ব্যাপারে এন্ড্রু কিশোর কয়েকদিন আগে বলেছিলেন, কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও খুব বেশি ভালো নয়। ডাক্তার কড়া নির্দেশ দিয়ে বলেছেন, কোলাহলমুক্ত থাকতে হবে-সেই নির্দেশনা মেনেই চলছি।
চিকিৎসক জানান, কয়েক মাস পরপর নিয়মিত চেকআপ করাতে হবে তাকে। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে করোনা পরিস্থিতির কারণে দেশে ফেরা হয়নি তার। অবশেষে বিশেষ ফ্লাইটে ফিরেছেন দেশে।
আনন্দবাজার/টি এস পি