পরিণীতা ছবিতে অভিনয়ের জন্য ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’ শ্রেষ্ঠ অভিনেত্রী অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ২০১৯ সালের ছবিটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পপুলার চয়েজ এবং জুরি দুই ক্যাটাগরিতেই শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতীয় বাংলা তথা টলিউডের এই অভিনেত্রী।
অ্যাওয়ার্ড পাওয়ার পর নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে ভক্তদেরকে বিষয়টি জানিয়েছেন শুভশ্রী। ছবিতে নিজের দুই হাতে দুটি অ্যাওয়ার্ড নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে দুই বাংলায় জনপ্রিয় এই অভিনেত্রীকে।
পোস্টে শুভশ্রী লিখেছেন, আমাকে এত ভালোবাসার জন্য আমার দর্শকদের প্রতি সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। জুরি বোর্ডের সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
শহুরে ভালোবাসা, বিচ্ছেদ এবং প্রতিশোধকে ঘিরে এগিয়েছে রোমান্টিক ড্রামা জনরার ‘পরিণীতা’ ছবিটি। ছবিটির গল্প লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার এবং অর্ণব ভৌমিক। এর স্ক্রীনপ্লে ও ডায়লগ করেছেন পদ্মনাভা দাসগুপ্ত।
রাজ চক্রবর্তী প্রোডাকশনস এর ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এতে শুভশ্রীর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, ফালাক রশিদ রায়, অদ্রিত রায় প্রমুখ।
আনন্দবাজার/ডব্লিউ এস