ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১ কোটি ১০ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯)  বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়াল। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ ২৫ হাজার দাঁড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুমতে, আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬৬৩ জন। এতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে । ইতোমধ্যে ৫৮ লাখ ৪৯ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত  ১ লাখ ২৯ হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ২৭ লাখ ৯৩ হাজার ৪৩৫ জন। আক্রান্ত ও মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫১ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৬১ হাজার ৮৮৪ জন।

এরই পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ২১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৭৫৭ জন। এদিকে আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৬ লাখ ৬৬ হাজার ৯৪১ জন। যদিও রাশিয়ায় মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ৯ হাজার ৮৪৪ জন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন