ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৫ বছরে ২০% ই-বর্জ্য বাড়বে: জাতিসংঘ

যতই দিন যাচ্ছে, প্রযুক্তিনির্ভর পৃথিবী ততই এগিয়ে যাচ্ছে। কিন্তু সম্প্রতি আগামী ৫ বছরের মধ্যে ই-বর্জ্য ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর কম্পিউটার, স্মার্টফোন, ইলেক্ট্রনিক পণ্য ও গাড়ির যন্ত্রাংশ থেকে সৃষ্ট ই-বর্জ্যের পরিমাণ ছিলো ৫ কোটি টন। যার মধ্যে ১৭ শতাংশ ই-বর্জ্য রিসাইকেল করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সবচেয়ে বেশি ই-বর্জ্য তৈরি হয়েছে এশিয়ায়।

বর্তমানে মহাদেশটিতে ২ কোটি ৪৯ লাখ ই-বর্জ্য তৈরি হয়েছে। যথাক্রমে আমেরিকায় ১ কোটি ৩০ লাখ টন, ইউরোপে ১ কোটি ২০ লাখ টন, আফ্রিকায় ২৯ লাখ টন ও ৭ লাখ মেট্রিক টন। তবে মাথাপিছু ই-বর্জ্য সৃষ্টির দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইউরোপ।

উল্লেয়াখ্য, বিশ্বে জনসংখ্যার চেয়ে ৩ গুণ বেশি গতিতে বাড়ছে ই-বর্জ্য। এতে এমন কিছু উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ই-বর্জ্যে থাকে গোল্ড, সিলভার, প্লাটিনাম ও কপার। এসব সংগ্রহ করে রিসাইকেল করে নতুন পণ্য উৎপাদন করা যায়। যার জন্য রিসাইকেল পণ্য তৈরির অবকাঠামো নির্মাণে জোর দিতে জানিয়েছে জাতিসংঘ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন