ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পাকিস্তানে পাবজি নিষিদ্ধ

বর্তমানে অন্যতম জনপ্রিয় অনলাইন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) নিষিদ্ধ করেছে পাকিস্তান। সম্প্রতি আত্মহত্যায় প্ররোচনাসহ অসংখ্য অভিযোগ উঠে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।

টুইটারে এক বার্তায় পিটিএ জানায়, পাবজির বিরুদ্ধে পিটিএ’র কাছে অসংখ্য অভিযোগ জমা পড়েছে। এই গেম এক ধরনের আসক্তি তৈরি করে। আর এতে একবার আসক্ত হয়ে গেলে সময়ের অপচয় হয়।

পিটিএ আরও জানায়, পাবজি শিশুদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। তাই অবিলম্বে সব মাধ্যম থেকে এই অনলাইন গেম নিষিদ্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পাকিস্তানে কয়েকজন পাবজি খেলোয়াড়ের আত্মহত্যার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই জনপ্রিয় গেমে আসক্ত হয়েই তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা যায়। এমনকি এই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। লাহোর হাইকোর্টের নির্দেশে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখার জন্য পাবজির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন