ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষিখাতের ঋণ বিতরণ নেমেছে অর্ধেকে

এবছর কৃষিখাতের ঋণ বিতরণ নেমে এসেছে অর্ধেকে। চলতি বছরের মার্চে ব্যাংকগুলো কৃষি খাতে ৩ হাজার ৪৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে যা আগের বছরের মার্চের তুলনায় প্রায় অর্ধেক। ২০১৯ সালের মার্চ মাসে ব্যাংকগুলো ৬ হাজার ২২২ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চের চেয়ে এপ্রিলে কৃষি ঋণের পরিমাণ আরও কমেছে। এপ্রিলে মাত্র ৪৯৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের বছর একই সময়ে ঋণ বিতরণ করা হয়েছিল ২ হাজার ২৬১ কোটি টাকার। অর্থাৎ এপ্রিলে কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় ৭৯ শতাংশ। তবে এপ্রিলের তুলনায় মে মাসে ঋণ বিতরণ বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৭ শতাংশ কম। গত মে মাসে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১ হাজার ১৩২ কোটি টাকা। আগের বছরের মে মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ১ হাজার ৮১০ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল।

এবছরের মার্চ থেকে মে এই তিন মাসে কৃষি খাতে ব্যাংকগুলো ঋণ দিয়েছে ৫ হাজার ৮৬ কোটি টাকার। আগের বছরের এই তিন মাসে ঋণ দিয়েছিল ১০ হাজার ২৯৩ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে যা প্রায় অর্ধেক।

গত ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা। কিন্তু ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ১৮ হাজার ৫৫০ কোটি টাকা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন