ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তার আশঙ্কায় হংকং ছাড়লেন গণতন্ত্রপন্থি নেতা

চীনের নতুন নিরাপত্তা আইনের কারণে হংকং ছেড়েছেন সে অঞ্চলের গণতন্ত্রপন্থি নেতা ন্যাথান ল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
হংকংয়ের গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজ চালিয়ে যেতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান ন্যাথান ল। তবে নিজের নিরাপত্তার আশঙ্কায় কোন জায়গায় আশ্রয় নিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এর আগে, কংগ্রেসের শুনানিতে নতুন নিরাপত্তা আইনের আওতায় নিজের আটকের আশঙ্কার কথা জানিয়েছিলেন ন্যাথান ল। ২০১৪ সালের আমব্রেলা আন্দোলনের পর জেল খেটেছিলেন সাবেক এই ছাত্রনেতা। এরপর ২০১৬ সালে আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন তিনি।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন