ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত রাখাল, কোয়ারেন্টিনে ৪৭ ভেড়া-ছাগল

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। যিনি এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তার সাথে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার ঘনিষ্ঠদেরও। কারণ তাদের শরীরে করোনার জীবাণু না থাকা সত্ত্বেও তাদেরকে পাঠানো হচ্ছে কোয়ারেন্টিনে। আর মানুষ তার প্রিয়জনের কথা মাথায় রেখেই এ দুর্ভোগ মেনে নিচ্ছেন।

তবে এবার অবলা পশুদেরও সেই দুর্ভোগ সামলানোর খবর মিলছে। এই অবাক করা ঘটনাই ঘটেছে ভারতের কর্নাটকের টুমাকুরু জেলার গোড়েকেড়ে গ্রামে। সেখানকার এক রাখাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার সাথে থাাকা ৪৭টি ছাগল ও ভেড়াকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, গোড়েকেড়ে গ্রামের কয়েকটি ভেড়া ও ছাগলের শ্বাসকষ্ট হয়েছে বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর তারা স্থানীয় পশুপালন দফতরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বিষয়টির কথা জানান।

চারদিকে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে তাতে করে ওই পশুগুলোরও করোনা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। পরে জানা যায়, ওই ভেড়া ও ছাগলগুলোকে যে দেখাশোনা করা সেই রাখালেরও শ্বাসকষ্ট হচ্ছে। এরপর তার করোনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন