ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ

স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে আগেই। এ বার দিল্লির সরকারি বাংলোও খালি করতে বলা হল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। আগামী ১ অগস্টের মধ্যে তাঁকে সরকারি বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথা জরিমানা দিতে হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে রাজধানীর অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত লোদী রোডের ওই সরকারি বাংলোটি পেয়েছিলেন প্রিয়াঙ্কা। গত ৩০ জুন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের তরফে চিঠি দিয়ে তাঁকে ওই বাংলো খালি করে দিতে বলা হয়।

জানানো হয়, লোদী এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি এসপিজি নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করা। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়ঙ্কাকে যে হেতু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই এখন ওই বাংলো ছাড়তে হবে তাঁকে।

ওই নোটিসে আরও বলা হয়, যাঁরা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান তাঁরা সরকারি আবাসনের দাবিদার নয়। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে স্বরাষ্ট্র মন্ত্রক যদি সুপারিশ করে, এক্ষেত্রে সংসদীয় আবাসন কমিটিই একমাত্র বিশেষ ছাড় দিতে পারবে। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সেই ধরনের কোনও পদক্ষেপ যেহেতু নেওয়া হয়নি, তাই এই বাংলো ছাড়তে হবে তাঁকে।

সনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া এসপিজি ক্যাটিগরির নিরাপত্তা গত বছরের নভেম্বরে তুলে নেয় কেন্দ্রীয় সরকার। বদলে তাঁদের জন্য জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তা নিয়ে বিতর্ক শুরু হলে সরকারের তরফ থেকে বলা হয়, রাজনীতিকদের উপর হামলার আশঙ্কার প্রেক্ষিতেই তাঁদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। সম্প্রতি দেখা গিয়েছে, গান্ধী পরিবারের উপর হামলা আশঙ্কা আগের চেয়ে অনেকটাই কমে গেছে। তার পরেই এমন সিদ্ধান্ত নেয় সরকার।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন