ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আনুষ্ঠানিক সোনা আমদানি শুরু

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে ১১ কেজির প্রথম চালান নিয়ে এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

এর আগে ২০১৮ সালের বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ছিল না। ওই বছর সরকার দেশের জুয়েলারি শিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে ছিলো।

তাতে সোনা আমদানির সুযোগ দেওয়া হলেও ভ্যাট বেশি হওয়ার কারণে কেউ আমদানি করতে আগ্রহ দেখায়নি বলে জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

যদিও এবারের বাজেটে ভ্যাট কমানোয় অনেকেই আমদানির উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

আগরওয়ালা বলেন, বাজেটে অর্থমন্ত্রী সোনা আমদানির উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে দুবাই থেকে ১১ কেজি সোনা আমদানির এলসি খোলা হয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের ৪৯ বছরের ইতিহাসে এটাই বৈধপথে প্রথম সোনা আমদানি। এর মধ্য দিয়ে দেশের জুয়েলারি শিল্পের ইতিহাসে একটি সোনালী অধ্যায়ের সূচনা হবে।

এদিকে ২০২০-২১ অর্থবছরে সরকার জুয়েলারি খাত থেকে ৫০০ কোটি টাকার বেশি কর পাবে বলে দেশের শীর্ষস্থানীয় এই গহনা ব্যবসায়ীর অনুমান। এবারের বাজেটে সোনা আমদানির উপর ২৫ শতাংশ ভ্যাট প্রত্যহার করায় অনেকেই আমদানি করার উদ্যোগ নিয়েছেন বলে জানান জুয়েলারি ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের মার্চ মাস থেকে গোল্ড ডিলার নিয়োগের জন্য সার্কুলার দেয়। এ সার্কুলারে ৫০টি প্রতিষ্ঠান ও কয়েকটি ব্যাংক আবেদন করে। তবে সব শর্ত পূরণ না হওয়ায় মাত্র ১টি ব্যাংক ও ১৮টি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য দুই বছর মেয়াদী লাইসেন্স দেওয়া হয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন