সম্প্রতি দক্ষিণ সুদানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলাদেশ রোড’ নামে একটি সড়কটির উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের সম্মানেই দক্ষিণ সুদানের এই সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ রোড’ নামে। সেই সাথে সড়কটি নির্মাণও করেছেন সেখানে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষী ব্যান-ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন)১৯। এমনকি সড়কটি অনলাইন ডিজিটাল ম্যাপ এবং UNMISS অফিশিয়াল ম্যাপেও সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট-১৯ দেশটির ২৫৬ কিলোমিটার দীর্ঘ মুন্দ্রি-মারিদি-ইয়াম্বিয় নামের প্রধান মহাসড়ক সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কাজের দায়িত্ব পায়। কাজ চলাকালে মুন্দ্রি কাউন্টির এক্সিকিউটিভ ডিরেক্টর তাবান জ্যাকসন ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করেন এবং স্থানীয় কিছু গ্রামভিত্তিক উন্নতহীন এলাকার সাথে ‘মুন্দ্রি-মারিদি’ মূল সড়কের সংযোগ সড়ক নির্মাণের অনুরোধ জানান।
বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট-১৯ স্থানীয় জনসাধারণের সাহায্যার্থে ‘হাই তিরিরি’ নামের গ্রাম এবং ‘মুন্দ্রি-মারিদি’ মূল সড়কের মাঝে একটি সংযোগ সড়ক নির্মাণ করে দেয়। এর ফলে হাই তিরিরির সাথে মুন্দ্রি শহরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। আর এর পরেই ওই সড়কটির নাম রাখা হয় ‘বাংলাদেশ রোড’।
আনন্দবাজার/এইচ এস কে