ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প-কিম বৈঠক চায় দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বৈঠকে বসা উচিত। প্রথমবারের মতো ২০১৮ সালে ট্রাম্প ও কিম সিঙ্গাপুরে সাক্ষাৎ করে। বিশ্ববাসী ব্যাপক আশাবাদী ছিল তাদের প্রথম বৈঠকে পরমাণু নিয়ে চুক্তি হওয়ার ব্যাপারে।

গত মঙ্গলবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় মুন আশা ব্যক্ত করেন, ট্রাম্প-কিমের বৈঠক যেন নভেম্বরের আগেই হয়। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মুন বলেন, আমি বিশ্বাস করি, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের আরেকবার কথা বলার চেষ্টা করা দরকার। আর সেটা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন