ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে খুলছে চ্যাংড়াবান্ধা সীমান্ত

পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার পেট্রাপোল সীমান্ত খুলে যাবার পর বুধবার (১ জুলাই) থেকে খুলছে কোচবিহার জেলার ভারত-বাংলাদেশের চ্যাংড়াবান্ধা সীমান্ত।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার (৩০ জুন) সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন।

মমতা জানান, লকডাউনের পর থেকেই চ্যাংড়াবান্ধা বন্ধ রয়েছে। কিছুদিন ধরে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যেন ওই বন্দরটা খোলার জন্য। ওই পথ দিয়ে দু’দেশেই পণ্য আদান-প্রদান হয়।

এছাড়া বর্তমানে ওই সীমান্তে অনেক পণ্যবাহী ট্রাক আটকে আছে। পাশাপাশি এ বিষয় নিয়ে লোকাল ব্যবসায়ীরাও অনেকদিন ধরে তাদের ব্যবসার সমস্যার কথা বলে আসছিলেন। ফলে মালবাজার অন্তর্গত চ্যাংড়াবান্ধা খুলে দেওয়া হচ্ছে বুধবার থেকে। এর আগে গত ৭ জুন খোলা হয়েছিল বনগাঁ অঞ্চলের পেট্রাপোল সীমান্ত।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় প্রায় তিনমাস বন্ধ ছিল দু’দেশের সীমান্ত। সাধারনের যাতায়াতের পাশাপাশি বন্ধ ছিল সবরকম ব্যবসা-বাণিজ্য। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বাণিজ্যের কারণে সীমান্ত খোলার কথা বারবার বলে আসছিল কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন