ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা সীমান্ত ব্যাংকের

শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ) পরিচালিত সীমান্ত ব্যাংক লিমিটেড। ব্যাংকটির বাৎসরিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা দেয়া হয়।

আজ মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত ব্যাংকের ৪র্থ বার্ষিক সাধারণ সভা গত সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিজিবির মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন ঘোষণা করা হয়। পাশাপাশি ব্যাংকের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। সভায় নিরীক্ষক নিয়োগ ও পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন খাতের বিজনেস মডেল নিয়ে নতুন করে ভাবতে হবে। চলমান পরিস্থিতিকে বিবেচনায় রেখে গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা ও ডেলিভারি চ্যানেল তৈরি করতে হবে। ঝুঁকির মুখে থাকা গ্রাহকদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। ব্যবসা-বাণিজ্যকে চাঙ্গা করতে ব্যাংককে এগিয়ে আসতে হবে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান জানান, ২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রাহকদের জন্য ইতোমধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও রেমিট্যান্স সেবা প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা চালু করতে সক্ষম হয়েছি আমরা। শুরু থেকে ডিজিটাল চ্যানেলের মাধমে গ্রাহক সেবা প্রদানে তৎপর ছিলাম। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের গ্রাহকরা ঘরে বসেই ব্যাংকিং সেবা নিতে করতে পারছেন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন