ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মুক্ত হলেন তাপস-মুন্নী দম্পতি

সম্প্রতি করোনা মুক্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস।

গত ১৬ জুন করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত হন তারা দু’জন। তার পর থেকেই প্রায় ১৫ দিনের আইসোলেশন আর যথাযথ চিকিৎসা শেষে গত ২৮ এপ্রিল আইইডিসিআরের পরীক্ষায় এবং ২৯ এপ্রিল বেসরকারি একটি পরীক্ষার ফলাফলে তারা করোনা মুক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এই তথ্য দেন গানবাংলা টেলিভিশন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সকলের প্রার্থনা ও শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৌশিক হোসেন তাপস জানান, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি এবং আমার স্ত্রী ফারজানা মুন্নী একই সাথে আনুষ্ঠানিকভাবে করোনা মুক্ত হয়েছি। যারা আমাদের সুস্থতার জন্য দোয়া করেছেন এবং নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে করার মত ভাষা আমাদের জানা নেই। আল্লাহ আপনাদের রহমত দান করুক এবং সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুক। আল্লাহ ভরসা।

জানা গেছে, গানবাংলা টেলিভিশন পরিবার করোনা দুর্যোগেও অসহায় মানুষদের সহায়তা করার জন পাশে দাঁড়িয়েছেন। এমনকি দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন ৫০ লক্ষ টাকার অনুদান, উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা নিয়ে এবং বাংলাদেশ পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় পাশে দাঁড়িয়েছেন সুরক্ষা সামগ্রী নিয়ে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন