ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতের মসজিদে ঢুকা নিষেধ করোনা ট্রেসিং অ্যাপ ছাড়া

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় গত বুধবার থেকে পুনরায় খুলে দেয়া হচ্ছে মসজিদ। মুসলিমদের জন্য দেশটির সরকার ‘কঠোর নির্দেশিকা’ জারি করেছে। সেখানে বলা হয়েছে, মসজিদে প্রবেশের আগে সবাইকে অবশ্যই সরকারি করোনা ট্রেসিং অ্যাপ ডাউনলোড করতে হবে।
আমিরাতের এই অ্যাপ দেশটির স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লেস্টোর থেকে নামিয়ে নিতে পারছেন।

এই অ্যাপের সহায়তায় সেখানকার সাধারণ মানুষ করোনা বিষয়ক সব সেবা পাচ্ছেন। এমনকি কারও করোনায় পরীক্ষা করাতে হলে অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করা হয়। সেই সাথে ফলাফলও ওই অ্যাপে পাওয়া যায়।

দেশটির সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, প্রতিদিন মসজিদে ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মুসলিম নামাজ পড়তে পারবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত জুম্মার নামাজ আপাতত বন্ধ থাকবে। অসুস্থ বয়স্ক নাগরিক এবং ১২ বছরের কম বয়সী বাচ্চাদের মসজিদে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

একই সাথে মসজিদে প্রবেশের ব্যাপারে একটি গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে-মাস্ক বাধ্যতামূলক। এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সর্বনিম্ন দূরত্ব থাকবে ৩ মিটার। বাড়ি থেকে ওজু করে আসতে হবে। জায়নামাজ নিজেকেই আনতে হবে। পবিত্র কুরআন পড়তে হবে ইলেক্ট্রনিক ডিভাইসে। সেটাও বাড়ি থেকে আনতে হবে। সরাসরি কুরআন নিয়ে মসজিদে যাওয়া যাবে না। সেই সাথে কোনো মসজিদ থেকে নতুন সংক্রমণের খবর আসলেই আবার বন্ধ করে দেওয়া হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন