করোনাভাইরাসের মহামারি প্রকোপ যেতে না যেতেই নতুন এক ধরণের ফ্লু ভাইরাস শনাক্ত করেছেন চীনের বিজ্ঞানীরা। আর এই ভাইরাসটিও মহামারি আকার ধারন করার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তারা।
বিজ্ঞানীরা জানান, যদিও ভাইরাসটির বাহক শূকর। এতে মানুষও আক্রান্ত করতে পারে। গবেষকদের আশঙ্কা করোনাভাইরাসের মতো মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়তে পারে ভাইরাসটি এবং অভিযোজিত হয়ে উঠতে পারে আর বিশ্বজুড়ে নতুন মহামারিতে পরিণত হতে পারে। তবে এখনই ভাইরাসটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু না থাকলেও এটি নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার বলে মনে করেন বিজ্ঞানীরা।
গবেষকেরা নতুন এই ভাইরাসটিকে জি৪ইএএইচ১এন১ নামে অভিহিত করছেন। ফ্লু ভাইরাটি মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে বেড়ে উঠতে এবং বিস্তার ঘটাতে পারে। ইতোমধ্যে গবেষকেরা প্রমাণ দেখতে পেয়েছেন যে, এই ভাইরাসটি সম্প্রতি সেই সকল মানুষ আক্রান্ত হওয়া শুরু করেছে যারা চীনের শূকর এবং কসাইখানা ইন্ড্রাস্টিতে কাজ করছেন।
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রফেসর কিন-চো চ্যাং জানান, এই মুহূর্তে আমরা করোনাভাইরাস নিয়ে বিক্ষিপ্ত হয়ে রয়েছি। কিন্তু আমাদের অবশ্যই নতুন ভাইরাসের সম্ভাব্য বিপদের অবহেলা করা উচিত হবে না।
আনন্দবাজার/এম.কে