চীনা মোবাইল অ্যাপ্লিকেশন টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারসহ ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ভারতের সাইবার ক্রাইম কো অর্ডিনেশন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি বিবেচনায় ৫৯টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে।
এ প্রসঙ্গে সাইবার অ্যানালিস্টরা বলেন, ভারতের মতো বৃহৎ বাজারে ওই ৫৯ মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার মাধ্যমে চীনের ডিজিটাল সিল্করুট প্রকল্পে স্বপ্নভঙ্গ ঘটবে।অন্যদিকে লাখাদ সীমান্ত উত্তেজনার জেরে ভারতজুড়ে চীনাপণ্য বর্জনের হিড়িক লেগেছে।
আনন্দবাজার/টি এস পি