দেশের সেরা সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম হচ্ছেন তাহসান খান। গানের পাশাপাশি অভিনয়েও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। যেকোনো চরিত্রে খুব সহজেই ফুটিয়ে তোলেন নিজেকে। সেই সাথে জয় করে নেন দর্শকদের মন। আর তাঁর কণ্ঠের জাদু তরুন প্রজন্মের ভীষণ জনপ্রিয়। কিন্তু আপনি কি কখনো তাঁর আদুরে কন্যা আরিয়ার কণ্ঠ শুনেছেন?
না শুনে থাকলে, তবে এখনই শুনে নিন। বাবা তাহসানের মতোই সুরেলা কণ্ঠের অধিকারী ছোট্ট আরিয়া। বাবাকে আরিয়া বলল, ‘চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখব, তুমি এক লাইন, এভাবে।’ হ্যাঁ, এভাবে চার লাইনে একটি গান হয়ে গেল। আর তাতেই বোঝা গেল, বৃষ্টির স্পর্শ চায় আরিয়া।
আদুরে সন্তানের কথা রাখতে শুরু হলো বাবা-মেয়ের গান লেখা, তারপর কণ্ঠ। একই সাথে গাইলেন তাঁরা। এবং তারই একটি আদুরে মুহূর্তের ভিডিও ক্লিপ তাহসান প্রকাশ করলে ননিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে। তাঁদের সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়ে গেছেন অনুরাগীরা। প্রকাশের মাত্র তিন ঘণ্টায় সাড়ে পাঁচ লাখের বেশি ভিউ পেয়েছে গানটি।
গানের নেপথ্যের গল্পও প্রকাশ করেছেন তাহসান। সেই বার্তাও অনেক হৃদয় ছুঁয়ে গেছে ভক্তদের। তিনি লিখেছেন, ‘আমার মেয়ে : বাবা চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখব, তুমি এক লাইন, এভাবে। শেষ পর্যন্ত যা দাঁড়াল তার প্রথম চার লাইনে তিনি বৃষ্টিতে ভিজতে চান, আর তার বাবা তাকে পরের দুই লাইনে ভিজতে বারণ করছেন… অদৃশ্য পরজীবীটাকে কুপোকাত করতে পারলে আমরা আবার ভিজব, সেদিন আমরা আর জ্বর-ঠাণ্ডাকে ভয় পাব না, আমরা আবার একদিন ভিজব।
দেখুন ভিডিওতে : তাহসান আর তার মেয়ের গান দেখতে ক্লিক করুন এখানে
আনন্দবাজার/এইচ এস কে