দিন দিন বেড়েই চলছে ভারত-চীন উত্তেজনা। অর্থনৈতিকভাবে চীনকে কোণঠাসা করতে চীনা পণ্য বয়কটের দাবি উঠছে ভারতে। এই রকম পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় সরকার বিহারে একটি ব্রিজ নির্মাণের জন্যে টেন্ডার বাতিল করল। দুটি চীনা কোম্পানি ওই নির্মাণকাজে যুক্ত ছিল।
ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে বিএসএনএল, এমটিএমএলসহ দেশটির টেলিকম কম্পানিগুলোকে চীনের সরঞ্জাম ব্যবহার করতে নিষেধ করেছে। এবার অবকাঠামোগত ক্ষেত্রে জড়িত চীনা কম্পানিগুলোর ওপরে আঘাত হানা শুরু হলো।
বিহার সরকারের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, গঙ্গা নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণের জন্য নিয়োগ করা হয়েছিল মোট ৪ সংস্থাকে। এদের মধ্যে দুটি সংস্থা চীনের। ওই টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
গোটা প্রকল্পের মোট খরচ ধরা হয়েছিল ২,৯০০ কোটি টাকা। এর মধ্য়ে ছিল ৫.৬ কিলোমিটার লম্বা ব্রিজ, আন্ডারপাস, রেল ওভারব্রিজ ও অন্যান্য ছোট ছোট ব্রিজ।
আনন্দবাজার/এস.কে