বলিউডে ২৮ বছর ধরে রাজত্ব করছেন শাহরুখ খান। নিজের এক ট্যুইটে রবিবার শাহরুখ জানালেন সেই কথা। একটি সাদা-কালো ছবি ট্যুইটারে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘কীভাবে নেশাটা পেশা হয়ে গেল বুঝতে পারলাম না ৷ হয়তো নেশার তেজ বেশি থাকলে তবেই তা পেশা হয়ে যায় ৷ তবে এই ২৮ বছরের যাত্রা পথে সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমাকে সাহায্য করেছেন ৷’
শাহরুখের ওই ছবি দেখে আরেক বলিউড অভিনেতা আরশদ ওয়ারসি রীতিমতো শাহরুখের প্রেমে পড়ে গিয়েছেন ৷ আর সেই প্রেমের কথা স্পষ্টই জানালেন সোশ্যাল মিডিয়ায় ৷ শাহরুখের ছবি দেখে আরশদ ট্যুইট করে লেখেন, ‘এই ছবি দেখলে যে কোনও পুরুষ সমকামি হতে চাইবে।’
অবশ্য এই ট্যুইটে শাহরুখ কোনও মন্তব্য না করলেও, আরশদের বউ মারিয়া লিখেছেন, একদম নয়।
আনন্দবাজার/এস.কে