মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ যখন পর্যটকদের প্রবেশের ওপর নানা বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে, তখন তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে উজবেকিস্তানে। পর্যটক টানতেই এমন ‘লোভনীয় প্রস্তাবের’ পথ বেছে নিয়েছে সে দেশের সরকার। উজবেকিস্তানে ঘুরতে গিয়ে কোনো পর্যটক যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁকে চিকিৎসার জন্য দেয়া হবে তিন হাজার ডলার।
এদিকে, করোনা মোকাবেলায় অন্যান্য দেশের মতো উজবেকিস্তানেও লকডাউন জারি করা হয়। সম্প্রতি তুলে নেওয়া হয়েছে সেই লকডাউন। ঠিক এর পরপরই ‘সেফ ট্র্যাভেল গ্যারান্টেড’ নামে একটি প্রচারণা শুরু করে সরকার। যুক্তরাজ্যে নিযুক্ত উজবেকিস্তানের পর্যটন দূত সোফি ইবস্টন জানান, ‘আমরা পর্যটকদের আশ্বাস দিচ্ছি তাঁরা যেন এখানে শান্তিতে ঘুরতে আসেন।’
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণের ফলে উজবেকিস্তানের পর্যটনশিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই মরিয়া দেশটির সরকার। তাই পর্যটন ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করেই পর্যটক টানতে চাইছে তারা। তবে চাইলে যেসব দেশে সংক্রমণের আশঙ্কা আপাত ক্ষেত্রে কম, সেই সব দেশ যেমন—চীন, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে পর্যটকরা উজবেকিস্তানে ঘুরতে যেতে পারবেন। পাশাপাশি এটাও জানানো হয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপ থেকে যদি কোনো পর্যটক আসেন, তাহলে তাঁদের মিনিমাম ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজার/শাহী