করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি থাকলেও নানা প্রয়োজনে বাইরে বের হতে হয়। তবে বাইরে গিয়ে সংক্রমণের ঝুঁকি এড়াতে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তো চলুন জেনে নেই বাইরে যাওয়ার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা জরুরি:মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু নিয়ে বের হোন।
বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরা জরুরি। করোনাভাইরাস এখনও বিদায় নেয়নি এবং আপনি যেকোনো জায়গায়ই সংক্রমিত হতে পারেন। এছাড়া বাইরের বাইরে বের হওয়ার আগে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এর টিস্যু পেপার সঙ্গে রাখবেন।
বাইরের জিনিস স্পর্শ করা থেকে বিরত থাকুন
বাইরে বের হওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই বাইরে বের হওয়ার পরিমাণ বেড়েছে। মানুষেরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। বাইরে বের হয়ে কী স্পর্শ করছেন কিংবা কীসের সংস্পর্শে আসছেন, সেদিকেও নজর দেয়া জরুরি। বাইরে যে পরিমাণ মানুষ তাতে করে যেকোনোকিছু স্পর্শ করার আগে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নয়তো সংক্রমিত হওয়ার ভয় উড়িয়ে দেয়া যায় না।
আনন্দবাজার/টি এস পি