ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসাদের মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ায় গ্রেফতার সিরীয় সেনা

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মেয়েকে অনলাইনে বিয়ের প্রস্তাব দেওয়ায় দেশটির সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইয়াজান সোলতানি নামের এই সেনা একটি ভিডিওতে সিরীয় প্রেসিডেন্টের মেয়ে জেইন আসাদকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, সিরীয় বাহিনীর এই সেনা সদস্য ঘনিষ্ঠজনদের সতর্কতা উপেক্ষা করে ১৬ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ভিডিওতে জেইন আসাদকে উদ্দেশ্য করে তাকে বলতে দেখা গেছে, ‘আমি তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। তোমার জন্য আমি পাগল। তুমি আমার। আমি তোমার। আমার হয়ে যাও।’

ইয়াজান সোলতানি আরও জানান, চিরদিনের তুমি আমার হবে, জীবনের শেষ পর্যন্ত থাকবে। যা কিছুই ঘটুক তোমাকে চাওয়া আমি ছেড়ে দেব না।

আরেকটি ভিডিওতে সেনা উর্দি পরিহিত অবস্থায় তিনি বলেন, আসাদের মেয়েকে বিয়ে করতে তিনি যে কোনও কিছু করতে রাজি রয়েছেন।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার থেকে লাপাত্তা আছেন সোলতানি। তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তার বোন।

ভিডিও প্রকাশের পর অল্প কয়েকজন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে বেশিরভাগই আসাদ পরিবারের সাথে এমন আচরণে বিপদের বিষয়ে সতর্ক করেছেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন