ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

মোল্লাহাটে-২০১৯ অর্থ বছরে খরিপ-১/২০২০-২০২১ পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মোল্লাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান ও সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান। এছাড়া উপস্থিত ছিলেন-প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহসভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ। এ সময় কৃষকদের মাঝে বক্তব্যদেন নির্মল কান্তি বিশ্বাস।

এছাড়া প্রতি ইউনিয়নে ৩২ জন করে মোট ২২৪ জনকে শিম , লালশাক, পুইশাকসহ মোট ৯ প্রকারের সজ্বি বীজ , সার -বেড়া ও পরিচর্চা বাবদ জনপ্রতি ১৯৩৫ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন