ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনে হেরে যাবেন ট্রাম্প, স্বীকার করলেন নিজেই!

সর্বশেষ তিনটি জনমত সমীক্ষার তথ্য মতে, ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেও এ কথা স্বীকার করলেন যে, বাইডেনই প্রেসিডেন্ট হতে চলেছেন, কারণ দেশের কিছু সংখ্যক মানুষ তাঁকে ভালবাসেন না।

গত বৃহস্পতিবারের দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হবেন।

সঞ্চালক সিন হ্যানিটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আপনাদের প্রেসিডেন্ট হতে পারেন। কারণ কিছু সংখ্যক মানুষ আমাকে ভালোবাসে না।

এদিকে, ফক্স নিউজে দেওয়া এমন সাক্ষাৎকারের পর রিপাবলিকান দলের ভেতরেই প্রশ্ন উঠেছে যে, ট্রাম্প সত্যিকার অর্থে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান কিনা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন