ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মূল্য বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার

স্বর্ণ মুদ্রার মূল্য বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রায় ৭ হাজার টাকা করে বাড়িয়ে এখন ৬০ হাজার টাকা করা হয়েছে। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণ মুদ্রার মূল্য ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৫৩ হাজার টাকা করা হয়েছিল। এ নিয়ে গত চার মাসে প্রতিটি মুদ্রায় ১০ হাজার টাকা করে বাড়াল।

এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রা বাক্সসহ প্রতিটি ৬০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্বর্ণ মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে প্রস্তুত করা। প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম।

জানা গেছে, বর্তমানে বিজয় দিবস, স্বাধীনতার রজত জয়ন্তী, বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু, বিজয়ের ৪০ বছর, বাংলাদেশে আইসিসি বিশ্বকাপ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি, ভাষা আন্দোলনের ৬০ বছর এবং দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা এবং নোট ছাড়া হয়। যদিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ছাড়া অন্য সব মুদ্রা ফাইন সিলভারের তৈরি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন