ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল আইনে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সম্প্রতি পাসওয়ার্ড ছবিতে দিলরুবা খানের ‘পাগল মন’ গানটি ব্যবহার করা হয়েছে। অনুমতি ছাড়াই গানটি ব্যবহার করায় শাকিব খান এবং তার প্রতিষ্ঠান এসকে মিডিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের করেছেন দিলরুবা।

এ ব্যাপারে গানের কণ্ঠশিল্পী দিলরুবা খান কালের জানান, পাগল মন গানের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার সবার অনুমতি ছাড়াই শাকিব খান তাঁর পাসওয়ার্ড চলচ্চিত্রে ব্যবহার করেছেন। এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে। যেহেতু আমরা শিল্পী, আমাদের গানের ওপর দিয়েই সংসার চলে। আমরা প্রথমে চেষ্টা করেছি বসে সুরাহা করার কিন্তু হয়নি। তাই আমাদের আইনি পথে হাঁটতে হয়েছে।

 লাইসেন্সিং অ্যান্ড কালেক্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম (এলসিএসপিএফ) সংস্থার প্রেসিডেন্ট ওলোরা আফরিন ‘পাগল মন’ গানের কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকারের পক্ষ থেকে আইনি বিষয়টি দেখছেন।

তিনি জানান, ঘটনা আরো একটা ঘটেছে। সেই গান নিয়ে মোবাইল অপারেটর কম্পানি রবিও বাণিজ্যিকভাবে ব্যবহার করে। যেটা শাকিবকে বা তার প্রতিষ্ঠানকে জানায়নি। যার কারণে আমরা রবিকেও এর আওতায় অভিযুক্ত করেছি।

তবে এ ব্যাপারে শাকিব খানকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন