ঢাকা | শুক্রবার
২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জিএসকের শেয়ার হাত বদলের দিনে লেনদেনে রেকর্ড

সম্প্রতি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের সব উদ্যোক্তা পরিচালকের শেয়ার কিনে মালিকানা পেয়েছে ইউনিলিভার।

গত বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি জিএসকে বাংলাদেশের উদ্যোক্তা সেটফার্স্ট লিমিটেড ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার বিক্রি করারা ঘোষণা দেয় ।

আজ রবিবার (২৮ জুন) শেয়ারবাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে ওই শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার ওভারসিস হোল্ডিংস বিভি। আর এতে আজ ডিএসইর লেনদেন হয়েছে ২৫৪৩ কোটি টাকার বেশি। যা ডিএসইতে গত সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এ ব্যাপারে জানতে চাইলে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান জানান, বহুজাতিক এ কোম্পানির মূল উদ্যোক্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে সব নিয়মনীতি মেনে শেয়ারের ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়েছে। তবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ ঘোষণা আগেই দেয়া হয়েছিল।

জানা গেছে, ইউনিলিভার সিটি ব্রোকারেজ হাউসের সাহায্যে জিএসকের প্রায় ৯৮ লাখ ৭৫ হাজার শেয়ার কিনে নেয়। ডিএসইর মাধ্যমে ঘোষণা দিয়ে এই শেয়ার কেনা শুরু করে কোম্পানিটি। নিয়ম অনুসারে শেষ কার্যদিবসের লেনদেন শেষের দর অনুযায়ী কিনে নিতে হয়। সেই হিসাবে আজ শেয়ার প্রতি ২ হাজার ৪৬ টাকা ৩০ পয়সায় সব শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন