ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বজ্রপাতে শতাধিক মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহার ও উত্তর প্রদেশে কয়েকদিনের বজ্রপাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও গেল দু’দিনে প্রদেশ দুটির বিভিন্ন স্থানে বজ্রপাত ও ঝড়ে আরও অনেকেই আহত এবং ব্যাপক সংখ্যক ঘরবাড়ি, গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে বিহার ৮৩ জন এবং উত্তর প্রদেশে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, বজ্রপাত এবং ঝড়-বৃষ্টিতে রাজ্যের ২৩টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশেও বজ্রপাতে নিহত ও  হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দিতে এক টুইট বলেছেন, ভারী বর্ষণ এবং বজ্রপাতের কারণে বিহার এবং উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বেশ কয়েকজনের মৃত্যুর মর্মান্তিক খবর পেয়েছি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন