করোনা ভাইরাস মহামারীকালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্রেস্ট সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউজ গুটিয়ে এর মালিক লাপাত্তা হয়ে গেছেন। ব্রোকারেজ হাউসটি আকস্মিক বন্ধ হওয়ায় কারণে বেশ বিপাকে পড়েছেন এর মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। সঙ্কটকালে তাদের শেয়ার ও টাকা আটকে রয়েছে।
ব্রোকারেজ হাউসটির ব্যবস্থাপনা পরিচালকের নাম মো. শহিদ উল্লাহ। তার মোবাইল নম্বরে ফোন দিলেও তা বার বারই বন্ধ পাওয়া যাচ্ছে। ক্রেস্ট সিকিউরিটিজের ওয়েবসাইটের তথ্য মতে, ২০০৬ সাল থেকে কাজ করছে ক্রেস্ট সিকিউরিটিজ। ব্রোকারেজ হাউসটির ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় তাদের তিনটি অফিস আছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন কর্মকর্তা জানান, ক্রেস্ট সিকিউরিটিজ তাদের হেড অফিসসহ সমস্ত ব্রাঞ্চ অফিস হঠাৎ বন্ধ করে দিয়েছে। তাদের দায়িত্বপ্রাপ্ত কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।
ক্রেস্ট সিকিউরিটিজের নারায়ণগঞ্জ শাখার বিনিয়োগকারী মারুফ হোসেন জানান, ক্রেস্ট সিকিউরিটিজে আমার এবং আমার পরিবারের ৪টি বিও একাউন্ট রয়েছে। এই মহামারির সময়ে আমি মহাবিপদে পড়ে গেলাম। আমার মতো অনেক বিনিয়োগকারী এই বিপদে পড়েছে।
আনন্দবাজার/এম.কে