ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মুক্ত হলো মদিনা প্রদেশ

করোনাভাইরাস মুক্ত সৌদি আরবের মদিনা প্রদেশ। এই ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  করোনা পরিস্থিতিতে সৌদি সরকার দেশটির নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনা রোগী ছিল। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছে। আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।

এর আগে, গত রোববার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৬১ হাজার পাঁচজন। এবং মারা গেছে এক হাজার ৩০৭ জন। এর মধ্যে ৪৪৫ জনই প্রবাসী বাংলাদেশি। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এক লাখ পাঁচ হাজার ১৭৫ জন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন