ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ দিনেই ভারতে ৪০ হাজার সাইবার হামলা চীনের!

মাত্র পাঁচদিনে ভারতে ৪০ হাজার ৩শ’ বার সাইবার হামলা চালিয়েছে চীন। চীনের চেংদু শহর থেকে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে এই হামলাগুলো চালানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আইটি ও ব্যাংকিং খাতকে এই আক্রমণের লক্ষ্য করা হয়েছিল।

পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই হামলার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (২৫ জুন) মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার স্পেশাল ইনস্পেক্টর যশস্বী যাদব জানান, হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে মহারাষ্ট্রের সাইবার সেল। চীনের চেংদু প্রদেশ থেকে মূল সাইবার হামলা হচ্ছে।

মহারাষ্ট্রের সাইবার সেল জানায়, গত চার-পাঁচ দিনেই কমপক্ষে ৪০ হাজার ৩০০টি সাইবার হামলা করা হয়েছে ভারতের বিভিন্ন সেক্টরে। এজন্য সব সেক্টরকে সতর্ক করে দেয়া হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন