ভারত-চীন সীমান্ত সংঘাতকে সামনে রেখে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছিল ভারতীয়রা। এতে বাসায় থাকা চীনা পণ্য ভেঙে অথবা ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছিল অনেকেই। তবে এই বয়কটের আহ্বানের মধ্যেও চীনা ফোন ও ইলেকট্রনিক পণ্য কেনায় একটুও ভাটা পড়েনি ভারতীয়দের।
গত এক সপ্তাহে ভারতের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে চীনা মোবাইল ফোন কোম্পানিগুলো যে সব প্রোডাক্ট লঞ্চ করেছে, তা শেষ হয়ে গেছে নিমেষের মধ্যে। সাধারণ গ্রাহকরা বলছেন, চীনা কোম্পানিগুলো সস্তায় ভাল মানের পণ্য দিতে পারে বলেই সেগুলোর এত কদর।
মাসখানেক আগে লাদাখের জনপ্রিয় শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক ভারতীয়দের চীনা মোবাইল ফোন ও সব ধরনের চীনা অ্যাপ অবিলম্বে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। মি ওয়াংচুকের বলেছিলেন, চীনা পণ্য বর্জন করলে শুধু চীনের আগ্রাসী নীতিরই প্রতিবাদ জানানো হবে তাই নয় – ভারতের দেশজ শিল্পও স্বনির্ভর হবে, উপকৃত হবে।
বিভিন্ন ই-কমার্স সাইটগুলোতে হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে রেডমি, অপ্পো, ভিভো, ওয়ানপ্লাসের মতো চীনা কোম্পানির ফোন। গত সপ্তাহেই অ্যামাজনে মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে ওয়ানপ্লাসের লেটেস্ট মডেল।
দিল্লির তরুণ বোধিসত্ত্ব দাশগুপ্ত বলেন, চীনা স্মার্টফোনের যে বিকল্পগুলো রয়েছে সেগুলোর দাম তুলনায় বড্ড বেশি বলেই ক্রেতারা চীনা ফোনের দিকে ঝুঁকছেন। আমার ফোন কেনার বাজেট যদি হয় দশ হাজার টাকা তাহলে সেই পয়সায় রেডমি, রিয়েলমি বা এমন কী পোকো যে স্পেসিফিকেশনস দিচ্ছে, কোরিয়ার স্যামসাং চল্লিশ হাজার টাকার নিচে তা দিতে পারছে না। অ্যাপল তো আরও বেশি।
আনন্দবাজার/ডব্লিউ এস

