ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে ২ লাখ করোনা টেস্ট করে ভারতের রেকর্ড

করোনার পরীক্ষায় নতুন রেকর্ড গড়েছে ভারত। বুধবার করোনাভাইরাস শনাক্তের জন্য একদিনে ২ লাখ স্যাম্পল টেস্ট করে রেকর্ড অর্জন করেছে দেশটি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২,১৫,১৯৫টি স্যাম্পল টেস্ট করা হয়েছে দেশটিতে। এছাড়া এখন পর্যন্ত মোট ৭৩,৫২,৯১১টি স্যাম্পল পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি ল্যাবরেটরিতে এখনও পর্যন্ত ১,৭১,৫৮৭টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ৪৩,৬০৮টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর সঙ্গে একদিনে স্যাম্পল টেস্টে নজির গড়েছে বেসরকারি ল্যাবরেটরি। ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়েছে। বর্তমানে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৮,৬৮৪ জনে। সাম্প্রতিক সময়ে সুস্থতার হার ৫৬ দশমিক ৭১ শতাংশ।

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শেষ তিন মাসে করোনা পরীক্ষার সংখ্যা দ্রুতহারে এবং তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। গোটা দেশে প্রায় ১০০০টিরও বেশি ল্যাবরেটরিতে এই টেস্ট করা হচ্ছে। তাদের মধ্যে ৭৩০টি সরকারি ল্যাবরেটরি এবং ২৭০টি বেসরকারি ল্যাবরেটরি বলে জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি করোনা সংক্রমিতদের চিকিৎসায় হেটারো কম্পানির তৈরি রেমডেসিভির ড্রাগ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এখন থেকে হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে এই ড্রাগটি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন