ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ৪০ শতাংশ পাইলটই ভুয়া লাইসেন্সধারী

পাকিস্তানের প্লেন পরিবহনমন্ত্রী গুলাম সারোয়ার খান জানিয়েছেন,পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ পাইলটের ভুয়া লাইসেন্সধারী। তবে গেল মাসে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) উড়োজাহাজ করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল ‘মানুষের ভুলে’। বুধবার (২৪ জুন) পার্লামেন্টে তদন্ত প্রতিবেদন পেশ করার সময় তিনি এ কথা জানান।

প্লেন পরিবহনমন্ত্রী বলেন, পাকিস্তানে ৮৪০ জন সক্রিয় পাইলট আছে। যার মধ্যে পিআইএ, সেরিন এয়ার এবং এয়ার ব্লু প্লেনের পাইলটও আছে। গত বছর ফেব্রুয়ারিতে যে তদন্ত শুরু হয়েছিল তাতে দেখা যে ২৬২ জন পাইলট নিজে পরীক্ষা দেয়নি। তাদের পক্ষে অন্য কেউ পরীক্ষা দিয়ে ছিলো।

গুলাম সারোয়ার বলেন, তদন্তের সময় জানতে আমরা পারি যে ভুয়া লাইসেন্সধারী পাইলটদের প্লেন উড়ানোর সঠিক অভিজ্ঞতা নেই। আর ৪০ শতাংশ ভুয়া লাইসেন্সধারীদের মধ্যে এমন কয়েক’শ পাইলটও আছে যারা প্লেন চালানোর জন্য সক্রিয় নয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন