নিজের শেষ সম্বল ডিম ভেঙে দেয়ায় প্রাণত্যাগ করলো মা রাজহাঁস। জার্মানির কিয়ার্সলে শহরের ম্যানচেস্টার ক্যানেলে ঘটেছে এমনই একটি ঘটনা। একদল তরুণ-তরুণী সেখানে আনন্দ করতে গিয়ে সেই হাঁসের তিনটি ডিম ভেঙ্গে ফেলার পর এই ঘটনা ঘটে।
২০ জুন সেই তরুণ-তরুণীর দল ঐ ক্যানেলে আনন্দ করতে গিয়েছিল। তরুণ-তরুণীর দল সেই ডিম লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকলে তিনটি ডিম নষ্ট হয়ে যায়। এর আগে আরও দুটি ডিম নষ্ট হয়েছে সেই হাঁসের। অবশেষে থাকল কেবল একটি ডিম। আর এই পরিস্থিতিতে ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়ে মা রাজহাঁস।
সপ্তাহ দুয়েক আগেই বিদায় নিয়েছিল তার পুরুষ সঙ্গী। বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল কয়েকটি ডিম। এর ভিতর থেকেই জন্ম নেবে তার সন্তান। কিন্তু সেই সম্ভবনাও যখন নষ্ট হয়ে গেল, তখন বেঁচে থাকার আশাই ত্যাগ করল মা রাজহাঁস। পরদিন সকালে তার নিথর দেহ খুঁজে পায় খালের কর্মীরা।
এই ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী সাম উড্রো। তার সেই পোস্টে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। দোষীদের শাস্তির দাবিও তুলেছে কেউ কেউ। কিন্তু এসব করেও কি মানুষের নিষ্ঠুর মনোবৃত্তির হাত থেকে বাঁচানো যাবে অসহায় প্রাণীদের?
আনন্দবাজার/ডব্লিউ এস