বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লোকসানে ডেসকো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেসকো লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ডেসকোর শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৩ পয়সা।

অপরদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৯৮ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৬৭ পয়সা।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বিডি স্টক ডিসকাশনের আবু রমিমের বিরুদ্ধে এজাহার দায়ের

সংবাদটি শেয়ার করুন