সম্প্রতি পাঁচ বছর আগে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র মাফ চাইলে এবং ক্ষতিপূরণ দিতে রাজি হলে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা জানিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু আলোচনা তখনই হবে, যখন ওয়াশিংটন পরমাণু চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করবে, ২০১৫-র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইবে।
জানা গেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির উপর থেকে সব অর্থনৈতিক বি্ধি-নিষেধ প্রত্যাহারে ২০১৫ সালে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য দেশ এবং জার্মানির সাথে চুক্তি করেছিল তেহরান।
কিন্তু ওই চুক্তিতে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার প্রতিরোধ এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ করতে কিছু না থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে দেশগুলোর পরামর্শ উপেক্ষা করেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এমনকি তিনি তেহরানের উপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এবং সেই সাথে ইরানের তেল রপ্তানি আটকাতে একের পর এক পদক্ষেপও নেন। আর তাই ট্রাম্পের এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে তেহরান-ওয়াশিংটনের উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখে।
আনন্দবাজার/এইচ এস কে