ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে রাজত্ব চালাচ্ছে ক্ষিরসাপাত

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জে এখন আমের ভরা মৌসুম। কিন্তু করোনা পরিস্থিতিতে এ বছর বাজারগুলোতে বিগত বছরের মতো গমগমে ভাব নেই। তবে পাকা আমের মাতাল করা গন্ধ রয়েছে চারদিকে।

এখন জেলার বাজারাগুলোতে রাজাত্ব চালাচ্ছে ক্ষিরসাপাত জাতের আম। যেটি কিনা  ঢাকা ও অন্যান্য অঞ্চলে হিমসাগর নামে পরিচিত। দামও বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। তবে এ বছর এ জেলায় আমের দাম অন্যান্য বছরের চেয়ে বেশি। এ জেলায় ক্ষিরসাপাত আম প্রতি মণ ৩২০০ থেকে ৩৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আর ল্যাংড়া প্রতি মণ ২৪০০ থেকে ২৬০০ টাকা বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, এবার আমের উৎপাদন কম হওয়ায় দাম একটু বেশি। সদর উপজেলার সাধুরঘাট আম বাজারের ব্যবসায়ী সুকুমার রায় বলেন, গত বছর এই সময়ে ক্ষিরসাপাত আম বিক্রি হয়েছে ২২০০ টাকা থেকে ২৪০০ টাকা মণ দরে। কিন্তু এবার তা বিক্রি হচ্ছে ৩২০০ টাকা থেকে ৩৪০০ টাকায়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, এবার চাঁপাইনবাবগঞ্জে ৩৩ হাজার ৮৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। যেখানে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছিল দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন। কিন্তু এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আম উৎপাদন হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন