সীমান্তে উত্তেজনা কমাতে সহমত পোষণ করেছে চীন ও ভারত। আরেকটি বিবৃতিতে লাদাখে সংঘর্ষে নিজেদের ৪০ সেনা হতাহতের খবরকে ভুয়া বলে দাবি করেছে চীন।
এদিকে, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সীমান্তে সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতি জানিয়েছে নয়া দিল্লি এবং বেইজিং। সবশেষে সীমান্তে সংকট নিরসনে একমত হয়েছে চীন ও ভারত।
মঙ্গলবার একথা নিশ্চিত করেন চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।
গত সোমবার সীমান্তের প্রকৃত রেখার মলডো অঞ্চলে দুদেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে প্রায় ১১ ঘন্টাব্যাপী বৈঠক চলে। বৈঠকে সীমান্তে উত্তেজনার অবসান এবং লাদাখের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে ঐকমত পোষণ করেছে উভয়পক্ষ। আলোচনা গঠনমূলক এবং ইতিবাচক ছিল বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আনন্দবাজার/তা.তা