ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অটোমোবাইল যন্ত্রাংশ আমদানিতে শুল্ক মুক্তির দাবি ব্যবসায়ীদের

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অটোমোবাইল খাতের ক্ষতি পুষিয়ে নিতে যন্ত্রাংশ আমদানিতে এক বছরের জন্য সব ধরণের শুল্ক মুক্ত সুবিধার দাবি উঠেছে।
দুপুরে এক ভার্চূয়াল সেমিনারে এ দাবি জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বেলার্স অ্যান্ড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন(বামা)।

এছাড়াও দেশের সড়কে পিকআপের প্রয়োজনীয়তা উল্লেখ করে এর নিবন্ধন সুবিধা দেওয়ারও দাবি জানিয়েছে ব্যবসায়িরা। তারা জানান, জরুরি পণ্য আনা নেয়ায় পিকআপের ব্যবহার বেড়ে গেলেও এখনো হালকা যান হিসেবে এর নিবন্ধন দেয় বিআরটিএ। এর ফলে পিকআপ বাজারজাতে বাধা তৈরি হচ্ছে।

এ সময় এ খাতের ব্যবসায়িরা বলেন, করোনার কারণে গত তিন মাসে দেশের অটোমোবাইল খাতে ৬ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন